সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি

এইচএসসির ফল প্রকাশের চেষ্টা ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে এসব কথা বলেন তিনি। নেহাল আহমেদ আরও বলেন, পরীক্ষার ফল প্রস্তুত করতে টেকনিক্যাল লোকেরা শিফটওয়াইজ ২৪ ঘণ্টাই কাজ করছে। এবারের ফল প্রকাশ হবে কম্পিউটারভিত্তিক। তাই একটু জটিল। অনেক হিসাব-নিকাশের ব্যাপার আছে। তিনি বলেন, রেজাল্ট এখনো প্রস্তুত হয়নি। প্রস্তুত হওয়ার পর তা প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নেহাল আহমেদ বলেন, ‘যদি এ সময়ের মধ্যে দিতে না পারি, তাই বলছি যে ডিসেম্বরে রেজাল্ট প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি।’

 প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি-জেডিসি ও এসএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এই শিক্ষার্থীদের ফল প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার।

সর্বশেষ খবর