মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অটো পাসে সুদূরপ্রসারী বিরূপ প্রভাব পড়বে

-ড. ছিদ্দিকুর রহমান

অটো পাসে সুদূরপ্রসারী বিরূপ প্রভাব পড়বে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, এইচএসসি ও সমমানে অটো পাস দেওয়া হয়েছে এবার। এই অটো পাসে সুদূরপ্রসারী বিরূপ প্রভাব পড়বে শিক্ষার ওপর। শিক্ষার ওপর পড়লে তা জাতির ওপর পড়বে। কারণ আজকের শিক্ষার্থীরাই          আগামীতে নেতৃত্ব দেবে। বাংলাদেশ প্রতিদিনের কাছে তিনি এমন মন্তব্য করেন। ছিদ্দিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। তাদের চলতি বছরের ক্লাসে যা শেখার কথা ছিল, তা না শিখে পরবর্তী ক্লাসে যদি উঠে যায়, তবে অনেক লার্নিং গ্যাপ থাকবে। এই গ্যাপ ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনকে দারুণভাবে ব্যাহত করবে। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে এসএসসি-এইচএসসিতে সংক্ষিপ্ত (দুই পত্র মিলে একটি) পরীক্ষা হয়েছে। অন্য ক্লাসগুলোতে প্রমোশন দেওয়া হয়েছে। স্বাধীনতার পর পরীক্ষা নেওয়া গেলে এবার কেন নেওয়া গেল না? ড. ছিদ্দিকুর রহমান বলেন, অফিস, কল-কারখানা সব চলছে পুরোদমে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছুই চলছে স্বাভাবিকভাবে। কেবল বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি বলেন, সম্প্রতি অনার্স-মাস্টার্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে সে ক্ষেত্রে নাকি আবাসিক হলগুলো বন্ধ রাখতে হবে। আবাসিক হল বন্ধ করে পরীক্ষা হবে কেন? পরীক্ষার সময় শিক্ষার্থীরা কোথায় থাকবে? ছাত্র-ছাত্রীদের আবাসিক হলের বাইরে থাকতে গেলে করোনার ঝুঁকি আরও বেড়ে যাবে। পরীক্ষা নিলে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিতে হবে।

সর্বশেষ খবর