শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নিশ্চিহ্ন আশুলিয়ার নয়নজুলি খাল

দখলদাররা ধীরে ধীরে সবকিছু নিয়ে গেছে, দেখার কেউ নেই

নাজমুল হুদা, সাভার

নিশ্চিহ্ন আশুলিয়ার নয়নজুলি খাল

আশুলিয়ার ঐতিহ্যবাহী খাল নয়নজুলি। খালটি কালের আবর্তে আর একশ্রেণির দখলদারের কবলে পড়ে হারিয়েছে তার নাব্য, প্রবাহ ও আকৃতি। বর্তমানে খালটির চিহ্ন পর্যন্ত নেই। দখলদাররা বহুতল ভবন, আধাপাকা বাড়ি নির্মাণ করে বহাল তবিয়তে রয়েছে। খালটি দখল হয়ে যাওয়ায় ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের কমপক্ষে ১৯ গ্রামের মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দী থাকে। খালটি উদ্ধারে এলাকাবাসী মিছিল-মিটিং, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর কবরস্থান থেকে আশুলিয়া ইউনিয়নের চিত্রশাইল কান্দাইল সড়কের পাশ দিয়ে প্রবাহিত নয়নজুলি খালটির একমাত্র ব্রিজের নিচ দিয়ে জামগড়া, চিত্রশাইল, নরসিংহপুর, বেরণ, জিরাবো, ঘোষবাগ, কাঠগড়া, শ্রীখন্ডিয়া গাজীর চট ও ধলপুরের দূষিত বর্জ্য ও বৃষ্টির পানি প্রবাহিত হতো। খালটি দখল হয়ে যাওয়ায় প্রবাহিত হতে পারছে না। খালটির ওপর নির্মিত ব্রিজটি ২০১৭ সালে উদ্বোধন করা হয়। কিন্তু ব্রিজটির খোলা মুখ ইটের ১০ ইঞ্চি গাঁথুনি দিয়ে এলাকার বাদশা শেখ বন্ধ করে দিয়েছেন।

বাদশা শেখের নিকটাত্মীয় আতিকুল জানান, ব্রিজের এখানে      কোনো খাল নেই। নয়নজুলি খাল নামে কোনো খাল বিএস রেকর্ডভুক্ত হয়নি। নয়নজুলি খাল উদ্ধারে গঠিত আহ্বায়ক কমিটির প্রধান আলহাজ আবু শহীদ ভূঁইয়া জানান, বর্ষা মৌসুমে জামগড়াসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকে। বর্তমানেও এলাকার মানুষ পানিবন্দী। দীর্ঘদিন ধরে খালটি উদ্ধারে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আলোকে নির্দেশনা এসেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। তিনি আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামকে ৩০ ফুট প্রশস্ত খালটি উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এর পরও রহস্যজনক কারণে খালটি উদ্ধারে কোনো সহযোগিতা না পাওয়ায় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নয়নজুলি খালটি সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। এটি উদ্ধারে নির্দেশনা পেয়েছি। তবে খালটির দখলে রয়েছেন বড় বড় কারখানার মালিক ও রাজনৈতিক নেতারা। তা ছাড়া খাল উদ্ধারে যেসব জিনিস দরকার তাও অপ্রতুল। তার পরও উদ্ধারে শিগগিরই অভিযান চালানো হবে।’

সর্বশেষ খবর