শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
উদ্ভাবন

বর্জ্য থেকে তেল গ্যাস উৎপাদন

কৃষকের সাফল্য

বাবুল আখতার রানা, নওগাঁ

বর্জ্য থেকে তেল গ্যাস উৎপাদন

নিজস্ব পদ্ধতিতে বর্জ্য থেকে তেল ও গ্যাস উৎপাদন করছেন নওগাঁর কৃষক ফজলুর রহমান। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কাজে লাগিয়ে তেল ও বায়োগ্যাস উৎপাদন করতে সক্ষম হয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বদ্ধ ড্রামের ভিতর আগুনে গলছে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক। তরল করা সে পলিথিন ও প্লাস্টিক বাষ্পীভূত হয়ে পাইপ দিয়ে বের হচ্ছে ফোঁটায় ফোঁটায়। পরে পরিশোধিত হয়ে সিলিন্ডারে বিন্দু বিন্দু করে জমে তৈরি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেল ও বায়োগ্যাস। তার এই অভিনব জ্বালানি তেল-গ্যাস উদ্ভাবন দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের কাটখইর গ্রামের কৃষক ফজলুর রহমানের বাড়িতে। উদ্ভাবক ফজলুর রহমান বলেন, ছোট বেলা থেকেই  কৌতূহল ছিল তেল ও গ্যাস কীভাবে উৎপাদন করা হয়। চাতালে চাল সিদ্ধ করার সময় যে ড্রামে আগুন দেওয়া হয় সেখানে আমি মাঝে মাঝে আবর্জনা ও পলিথিন দিতাম। পরে দেখি সেগুলো পোড়ার পর সেখান থেকে পানির মতো তরল পদার্থ বের হতো। তাছাড়া গ্রামের মানুষ খড়কুটোর পাশাপাশি প্লাস্টিক পোড়ালে ফোঁটা-ফোঁটা আকারে কিছু পদার্থ বের হয়। তখন থেকেই মাথায় বিষয়গুলো ঘুরপাক খেত। ১ লাখ ৭০ হাজার টাকার যন্ত্রপাতি দিয়ে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল ও বায়োগ্যাস উৎপাদন করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এক কেজি পলিথিনে ৫০০ গ্রাম ও প্লাস্টিক থেকে ৬ থেকে ৭০০ গ্রাম জ্বালানি তেল হয়। এতে খরচ হয় ২০ থেকে ২৫ টাকা। আর এর বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন করা যায়। সহযোগিতা পেলে জ্বালানি খরচে নতুন মাত্রা যোগ করা যাবে। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের অপব্যবহারে পরিবেশের গুরুতর ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

স্থানীয় কাটখইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী বলেন, ফজলুর রহমানের পলিথিন ও প্লাস্টিক দিয়ে  তেল ও গ্যাস তৈরির উদ্ভাবনী দেখে খুবই অবাক হয়েছি। তার এ বিষয়ে কোনো পড়াশোনা না থাকলেও শুধু ইচ্ছা শক্তি, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সফলভাবে তেল ও গ্যাস উৎপাদন করছেন। সরকার যদি তাকে সহায়তা করে তাহলে আরও ব্যাপক সুফল পাবেন এলাকাবাসী। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে সেখান থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও বায়োগ্যাস উদ্ভাবন করেছে। সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর