সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নতুন ধরন নিয়ে গবেষণার প্রয়োজন

-ডা. মুশতাক হোসেন

নতুন ধরন নিয়ে গবেষণার প্রয়োজন

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, যুক্তরাজ্যে ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে চলছে বিস্তর আলোচনা। আমাদের দেশে এ ভাইরাসের নতুন ধরন পাওয়া গেছে কি না, তা কার্যকর কি না এ বিষয়ে গবেষণা       প্রয়োজন। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সম্প্রতি যুক্তরাজ্যে বিজ্ঞানীরা করোনাভাইরাসের একটি নতুন বংশানুক্রমিক শাখা (ফাইলোজেনিক ক্লাস্টার) শনাক্ত করেছেন। যা বিগত চার সপ্তাহ ধরে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে এটিই যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। এই শাখাটি প্রথম শনাক্ত হয় ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কেন্ট শহরে, যা পরবর্তীতে লন্ডনে খুব দ্রুত ছড়িয়ে পড়া শুরু করে। এটা আরও অনেক দেশে ছড়িয়েছে। আমাদের দেশে এ স্ট্রেইন এসেছে কি না তা জানতে গবেষণার প্রয়োজন। কিন্তু প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। বিমানবন্দরগুলোতে করোনা সনদ, স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের বিষয়ে নজর দিতে হবে।

সর্বশেষ খবর