সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

আসামি তিনজন, কেউ গ্রেফতার হয়নি

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত গাড়িতে বাসের চালক-হেলপার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ন্যক্কারজনক এই ঘটনার এক দিন পেরিয়ে গেলেও জড়িত কেউ গ্রেফতার হয়নি। এদিকে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জে। গতকাল দুপুরে সুনামগঞ্জ   শহরের ট্রাফিক পয়েন্টে নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এছাড়াও বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করেন সচেতন নাগরিকরা। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রতিবাদের ঝড় উঠে দিরাই পৌর শহরে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা বাসের চালককে শনাক্ত করেছি। তাদের ধরতে পুলিশি অভিযান চলছে। এই ঘটনায় শনিবার রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেছেন। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় বাসের চালক-হেলপার কর্তৃক ধর্ষণ চেষ্টার সময় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই কলেজছাত্রী। ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটকালেও অভিযুক্ত চালক ও হেলপার পালিয়ে যান।

সর্বশেষ খবর