বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রচারে জমেছে দ্বিতীয় ধাপের পৌর ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রচারে জমেছে দ্বিতীয় ধাপের পৌর ভোট

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। গতকাল প্রতীক বরাদ্দ পেয়েই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। এদিকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন ও সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬১ পৌরসভায় মোট প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন ৩ হাজার ২২১ জন। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মেয়র পদে ২১৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৪ ও সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ ধাপে তিন পদে মোট ২২৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মেয়র পদে সিরাজগঞ্জের কাজিপুর, পাবনার ভাঙ্গুরা, পিরোজপুরের সদর ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় একক প্রার্থী আছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ চার জায়গায় মেয়র নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাতজন সাধারণ কাউন্সিলরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। দ্বিতীয় ধাপে ইভিএমে ভোট হবে ২৯ পৌরসভায়। বাকিগুলোয় ব্যালট পেপারে। এদিন গাজীপুরের শ্রীপুর পৌরসভায়ও ভোট হবে; পুনরায় তফসিলের পর এটি যুক্ত হয়েছে দ্বিতীয় ধাপে। এবার পৌরসভার ভোট চার ধাপে হচ্ছে। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ২৪ পৌরসভায় ভোট হয়, সেখানে অধিকাংশ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হন।

সর্বশেষ খবর