বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যের নতুন বই বিতরণের উদ্বোধন আজ। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বই বিতরণের উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের            জনসংযোগ দফতর জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০৩ জন ছাত্র-ছাত্রীও উপস্থিত থাকবে। তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ৩০ জন শিক্ষক ও ছাত্র-ছাত্রীর ৩০০ জন অভিভাবক থাকবেন। এনসিটিবি সূত্রমতে, আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি বই, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বই ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে ২৪ কোটি ১০ লাখ ৭০ হাজার ৬৬১টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে ৯ হাজার ১৯৬টি বই। সর্বমোট নতুন বছরে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি নতুন বই বিনামূল্যে বিতরণ করবে সরকার। বই বিতরণ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আলাদা নির্দেশনা জারি করেছে। ডিপিইর নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে প্রত্যেক বিদ্যালয় বই বিতরণের কর্ম পরিকল্পনা তৈরি করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ১ জানুয়ারি থেকে বই বিতরণের ব্যবস্থা করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে মাস্ক পরিহিত অবস্থায় বিদ্যালয়ে আসতে হবে। বইয়ের সেট পৃথকভাবে বেঁধে প্রস্তুত রাখতে হবে যেন শিক্ষার্থী বা অভিভাবকদের বই পেতে অপেক্ষা করতে না হয়। বই বিতরণের জন্য কোনো অর্থ আদায় করা যাবে না। মাউশির নির্দেশনায় বলা হয়েছে- করোনাভাইরাস মহামারীর মধ্যে বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসব না করে এবার ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হবে। ষষ্ঠ  থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় থাকবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে বই বিতরণ করতে হবে।

সর্বশেষ খবর