শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১০১৪, মৃত্যু ২৮

নিজস্ব প্রতিবেদক

কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

এক দিনের ব্যবধানে দেশে করোনা সংক্রমণ হার আবারও ৮ শতাংশের নিচে নেমে এসেছে। তবে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ, যা এক দিন আগে ছিল ৮ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ২৮ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ২২ জন। এর আগে ২৮ ডিসেম্বর ৭ দশমিক ৩৯ শতাংশ সংক্রমণ হারের তথ্য  জানানো হয়, যা ছিল গত ১১ এপ্রিলের পর সর্বনিম্ন। পরদিনই সংক্রমণ হার বেড়ে হয় ৮ দশমিক ১০ শতাংশ। পর পর দুই দিন ৮ শতাংশের ওপরে থাকার পর গত ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ হার ৮ শতাংশের নিচে নামল।  গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ১৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ লাখ ১৩ হাজার ৫১০। গত এক দিনে নতুন করে ২৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৫৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৯। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২১ জন ছিলেন পুরুষ ও সাতজন নারী।

হাসপাতালে ২৬ জনের ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ২২ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে তিনজন এবং বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃত ২৮ জনের মধ্যে ১২ জনের ডায়াবেটিস, কিডনি, লিভার, হৃদ, উচ্চ রক্তচাপসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ ছিল। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর