শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজবাড়ীতে জেলের জালে ২০ কেজির কাতলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জেলের জালে ২০ কেজির কাতলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে বড় আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে আক্কাস সরদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় আড়তে আনলে ওজন দেখা যায় ২০ কেজি ৫০০ গ্রাম।

জেলে আক্কাস সরদার বলেন, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। শুক্রবার ভোরে জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে হয়। পাড়ে তুলে স্থানীয় বাজারে নিয়ে এসে ওজন করলে দেখা যায় ২০ কেজি ৫০০ গ্রাম। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চাঁদনি আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের মতো আড়তে মাছ কিনতে গেলে কাতল মাছটি দেখতে পাই। পরে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৮৫০ টাকা দিয়ে কিনে নেই। পরে মোবাইলে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর