সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

-জিয়াউদ্দিন আহমেদ বাবলু

সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

২০২১ সালে নতুন বছরে স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, এসব বিষয় ছাড়া অনাচার, দুর্নীতি বন্ধ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ২০২০ সাল সারা পৃথিবীর জন্য একটা দুর্যোগপূর্ণ বছর। গত ১০০ বছরেও মানুষ এমন দুর্যোগ প্রত্যক্ষ করেনি। গোটা পৃথিবী স্বত্ব করে দিয়েছে। তার নাম কভিড-১৯। এর থেকে মুক্তি লাভের জন্য আমরা সবাই চেষ্টা করছি। ইতিমধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। আশা করব, বাংলাদেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে। এতে শঙ্কা কমবে।

২০২১ সালে আমরা সব গ্লানি দূর করে করোনাভাইরাস মুক্ত সাবলীল নতুন বাংলাদেশ গড়তে পারব।

জিয়াউদ্দিন বাবলু বলেন, করোনার কারণে মানুষ শুধু অসুস্থ হচ্ছে তা নয়। সর্বক্ষেত্রে এর প্রভাব পড়েছে। অনেকে চাকরি হারিয়েছেন। গ্রামে কর্মসংস্থান নেই। নতুন করে জীবন শুরু করার মতো অবলম্বন তাদের নেই। সরকার তাদের ব্যাপারে কিছুই করতে পারেনি। অনেক মিলবন্ধ। নতুন কর্মসংস্থান নেই। বাইরে থেকে যে টাকা আসত তা কমে আসছে। শিক্ষা স্থবিরতা। পুরো বছরটাই ঘরে বসা। আমরা অটোপ্রমোশন বিরোধী। এর মাধ্যমে মান মেধা যাচাই করা যায় না। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া উচিত ছিল। শিক্ষা খাতে বিপর্যয় ডেকে এনেছে। শিক্ষা মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারেনি। করোনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বিজয়ের মাসেও দেখেছি মা-বোনদের ইজ্জতে আঘাত আসছে। এর মাধ্য প্রমাণ করে দেশে সুশাসন নেই। প্রমাণ করে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে পারিনি। দেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। জিয়াউদ্দিন বাবলু বলেন, আইন কার্যকর করতে হবে। ইজ্জত রক্ষার জন্য মাঠে নামতে হয়। আন্দোলন করতে হয়। ২০২০ সালে প্রচুর নারী নির্যাতন হয়েছে। সরকারের উদ্দেশে বলেন, আগে ইজ্জত রক্ষা করতে হবে। চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে। জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। পল্লীবন্ধু এরশাদ শাসনামলে মানুষ ভালো ছিল। দেশে সুশাসন ছিল। মানুষ শান্তিতে ঘুমাতে পারত। নতুন বছরে অনাচার, দুর্নীতি বন্ধ করতে আমরা সচেতন মানুষ একজোট হয়ে কাজ করতে পারব। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ১ জানুয়ারি আমাদের পার্টির জন্মদিবস। ৩৬ বছরে পদার্পণ করলাম আমরা। এ উপলক্ষে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

সর্বশেষ খবর