সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জ

-কবরী

বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জ

চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো মিষ্টিমেয়ে-খ্যাত নায়িকা কবরী। অভিনয় আর গ্ল্যামারের সঠিক সমীকরণে নিজেকে উন্নীত করেছেন জনপ্রিয়দের কাতারে। অভিনয়ে জনপ্রিয়তার শিখরে আরোহণ করার পরে রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত হয়েছেন এই অভিনেত্রী। নায়িকা থেকে সংসদ সদস্যও হয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। নতুন বছরের চ্যালেঞ্জ কী এবং কীভাবে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটানো যায় এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, বর্তমানে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। প্রাণঘাতী কভিড-১৯ এর বিষাক্ত ভাইরাসের কবলে পড়ে সারা বিশ্বই বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রের মতো চলচ্চিত্র তথা গোটা সাংস্কৃতিক অঙ্গনও ক্ষতিগ্রস্ত। যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এই করোনা মোকাবিলা করাটাই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি শিল্প-সংস্কৃতির অঙ্গনের মানুষদেরও এগিয়ে আসতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়েও আতঙ্কিত না হয়ে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিজ নিজ কাজ করে যেতে হবে। চলচ্চিত্রশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কভিডের কারণে। বিশেষ করে এই শিল্পের সঙ্গে জড়িত স্বল্প আয়ের মানুষদের অবস্থা খুবই শোচনীয়। কারও হাতেই কোনো কাজ নেই। নতুন বছরে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে। একযোগে সবাইকে কাজ করতে হবে। তাহলে করোনার এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব বলে মনে করি। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার সব সময়ই আন্তরিক। নতুন বছরে চলচ্চিত্রকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সরকারের আন্তরিক সহযোগিতা একান্ত আবশ্যক বলেই মনে করছি।

সর্বশেষ খবর