সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘোড়দৌড় এখনো গ্রামবাংলার ঐতিহ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘোড়দৌড় এখনো গ্রামবাংলার ঐতিহ্য

কালের বিবর্তনে গ্রামবাংলার কত খেলাই না হারিয়ে গেছে! একসময় গাঁয়ের পথে, ঘাটে-মাঠে দেখা যেত হা-ডু-ডু, লাঠিখেলার মতো আরও অনেক খেলা। শীত এলে গ্রামের ঘরে ঘরে পড়ত পিঠাপুলির ধুম। মেলা বসত মাঠে-প্রান্তরে। মেলায় থাকত নাগরদোলা। শিশুরা উৎসাহ-আনন্দ নিয়ে চড়ত সেই নাগরদোলায়। থাকত পুতুলনাচ। সন্ধ্যার পর বাড়ির উঠানে বসত পুথিপাঠের আসর। আধুনিকতা আর আকাশ-সংস্কৃতি বদলে দিয়েছে সব। তবে লোকজ সংস্কৃতির সবই যে হারিয়ে গেছে তা বলা যাবে না। এখনো গ্রামীণ লোকাচার ধরে রেখেছেন অনেকে। এমনই কিছু মানুষের প্রচেষ্টায় ঠাকুরগাঁওয়ে হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার বিকালে জেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ-সংলগ্ন মাঠে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, বগুড়াসহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা। দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা আসেন ঘোড়দৌড়ে অংশ নিতে। দেশের নানা প্রান্ত থেকে ২৫টি ঘোড়া অংশ নেয় এই দৌড় প্রতিযোগিতায়। বহু পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতা দেখতে আসেন নানা বয়সী মানুষ। ছিলেন স্থানীয় বাসিন্দারাও। উৎসুক জনতার ভিড়ে টইটম্বুর ছিল ইউনিয়ন পরিষদ-সংলগ্ন মাঠ প্রাঙ্গণ।

হৃদয় হরণ করা উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন পঞ্চগড় জেলার পাঁচপীরের রাজা মিয়া। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সর্বশেষ খবর