সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নতুন বছরের প্রথম লেনদেন, ব্যাপক উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ধারায় থাকলেও নতুন বছরের প্রথম দিনে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় উত্থান দেখা গেছে শেয়ারবাজারে। এর ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক এক দিনে ২১৬ পয়েন্টের বেশি বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানই শেয়ার ও ইউনিটপ্রতি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এতে এক দিনেই বিনিয়োগের পরিমাণ ১৬ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। ডিএসইতে বছরের প্রথম দিনের লেনদেন শুরু হতেই বড় লাফ দেয় মূল্যসূচক।  লেনদেনেও দেখা দেয় চাঙাভাব। শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। এই চাঙাভাব অব্যাহত থাকে দিনের শেষ পর্যন্ত। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ২১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০২০ সালের ১৯ জানুয়ারির পর সূচকের সব থেকে বড় উত্থান হলো। ওইদিন ডিএসইর প্রধান সূচক বাড়ে ২৩২ পয়েন্ট। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকার। ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৫৮টির এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭২.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৫.১৮ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। সিএসইতে ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর