মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাভার্ড ভ্যানের গোপন কামরায় ৪৮ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক

কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় গোপন কামরা তৈরি করে গাঁজা পরিবহনের অভিযোগে রাজধানীর মাতুয়াইল থেকে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রুবেল সরকার ও চালক সুমন মিয়া। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর কদমতলী থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গোপন কামরার বিশেষ দরজা   গাড়ির ড্যাশ বোর্ড থেকে বিশেষ ইলেকট্রিক সুইচের মাধ্যমে খোলা ও বন্ধ করা যেত। কাভার্ড ভ্যানের সামনের অংশে বিশেষ কায়দায় তৈরি করা হয় ছোট্ট গোপন চেম্বারটি। যেটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ করা যায়। গোপন এই চেম্বারটি লম্বায় ৮ ফিট আর গভীরতায় ৯ ইঞ্চি। মাদক পাচারের এমন অভিনব কায়দা এর আগে ধরা পড়েনি। শুধু পরিবহনকারী নয়, গাড়ির মালিক এবং এ ঘটনার যারা মাস্টারমাইন্ড তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করতেন। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য নিয়ে আসতেন।

 

সর্বশেষ খবর