বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
বিডিআর বিদ্রোহ

খালাস চেয়ে নয় আসামির আপিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হাই কোর্টের রায়ে মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন নয় আসামি। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৮ লাখ পৃষ্ঠার এই আপিল আবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন আসামিদের আইনজীবী আমিনুল ইসলাম। তিনি জানান, ১৪০টি খন্ডে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫ পৃষ্ঠার আপিল আবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার পৃষ্ঠার ১৪টি সেট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।

ওই নয় আসামি হলেন সিপাহি কামাল মোল্লা, আবদুল মুহিত ও মনিরুজ্জামান, হাবিলদার ইউসুফ আলী ও আনিসুজ্জামান, নায়েক আবু

সাঈদ আলম সাঈদুর রহমান, নায়েব সুবেদার ফজলুল করিম, সিপাহি বজলুর রশীদ এবং সুবেদার শহিদুর রহমান। আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘আপিলে আমরা খালাস চেয়েছি। কারণ যে ধরনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এদের সাজা দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন। এ ধরনের সাক্ষ্য-প্রমাণে মৃত্যুদন্ডের সাজা হয় না। আশা করি সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের খালাস দেবে।’ আপিলের পাশাপাশি প্রধান বিচারপতির কাছে একটি দরখাস্ত দেওয়া হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এ মামলায় আপিলের ক্ষেত্রে পেপারবুক দেওয়া থেকে অব্যাহতি চেয়েছি। এটি বিশ্বের সর্ববৃহৎ একটি মামলা, যেখানে লাখ লাখ পৃষ্ঠার পেপারবুক তৈরি করে আপিল করা দরিদ্র আসামিদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলাগুলো নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর এ হত্যা মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে ১৫২ জনকে মৃত্যুদন্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে (৩ থেকে ১৭ বছর পর্যন্ত) কারাদন্ড দেয় আদালত। এ ছাড়া ২৭৮ জনকে খালাস এবং চার আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় অব্যাহতি পান। রায়ে খালাস পাওয়া আসামিদের সাজা চেয়ে পরে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দন্ডপ্রাপ্তরা তাদের সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেন। এসব আবেদনের ভিত্তিতে তিন বিচারপতির বৃহত্তর হাই কোর্ট বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর ১৩৯ আসামির মৃত্যুদন্ড বহাল রাখে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর