বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ার সংঘর্ষে নয়জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নয় আসামিকে গতকাল বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে  কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বলে জানিয়েছেন নগরীর বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।

গত রবিবার দক্ষিণ রাফিয়াদি গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। গত মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্র্ষে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পরপরই স্থানীয়রা কনেপক্ষের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে গতকাল দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে আজহার মীরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর