শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আসামির সঙ্গে পুলিশ কর্মকর্তার ফোনালাপ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় আসামিকে গ্রেফতারের আগে তার সঙ্গে ফোনালাপের ঘটনায় দারুস সালাম থানার (বর্তমানে উত্তরা পশ্চিম থানায় কর্মরত) তৎকালীন উপ-পরিদর্শক মোহাম্মদ রায়হানুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ওই আসামির জামিন আবেদনের শুনানিতে গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। পরবর্তী আদেশের জন্য ৯ মার্চ দিন রেখেছে আদালত। আদালতে আসামি সোহাগের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, ২০১৮ সালের ৯ জুন মিরাজ হাওলাদার ওরফে সোহাগ নামের এক বাস ম্যানেজারের বিরুদ্ধে হেরোইন এবং ২১ পিস ইয়াবা উদ্ধারের মামলা করা হয়।

সর্বশেষ খবর