শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শনাক্তের সঙ্গে বাড়ল মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১০০৭, মৃত্যু ৩১

নিজস্ব প্রতিবেদক

শনাক্তের সঙ্গে বাড়ল মৃত্যু

বছরের শুরুতে টানা ছয় দিন দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল হাজারের নিচে। মৃত্যুও ছিল কম। সপ্তম দিনে রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়ানোর পাশাপাশি বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৭ জনের দেহে। মৃত্যু হয়েছে ৩১ জনের। এর আগের ছয় দিন যথাক্রমে ৯৭৮, ৯৯১, ৯১০, ৮৩৫, ৬৮৪ ও ৯৯০ জন রোগী শনাক্ত হয়। মৃত্যু হয় যথাক্রমে ১৭, ২০, ২৪, ২৭, ২৩ ও ১৭ জনের। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ৯৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন, মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২১ জন ছিলেন পুরুষ ও ১০ জন নারী। হাসপাতালে ২৯ জন ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২০ জনই ছিলেন ষাটোর্ধ্ব। এ ছাড়া পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব, একজন বিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১৮ জন ঢাকা, ছয়জন চট্টগ্রাম, দুজন করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর