শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

লালমনিরহাটে বিরল প্রজাতির শকুন উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বিরল প্রজাতির শকুন উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিকেকে দক্ষিণ গোতামারী এলাকায় একটি শকুন দেখতে পান স্থানীয়রা। পরে গ্রামবাসী শকুনটি উদ্ধার করে। শকুন উদ্ধারের খবরে গ্রামে ভিড় জমায় শত শত মানুষ। শকুন উদ্ধারের

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করে গ্রামবাসী। গ্রামের আবু মিয়া বলেন, শকুন তো এখন আর দেখাই যায় না। সেই শকুন উদ্ধারের খবরে অনেকেই দেখতে আসছেন। শকুনটি ভালোভাবে উড়তে পারছে না। তিনি দাবি করেন, আগে যেসব শকুন দেখেছিলাম সেগুলোর সঙ্গে এর কোনো মিল নেই। এটি একটি বিরল প্রজাতির শকুন। লালমনিরহাট জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশচন্দ্র বলেন, উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবগত করে শকুনটিকে উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. সাইদুর রহমান বলেন, শকুনটি উদ্ধার করা হয়েছে। অসুস্থ রয়েছে বলে উড়তে পারছে না। শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর