রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে শ্যালিকাকে গলা টিপে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ইয়াসমিন (২৮) ও শিমু (১৭)। গতকাল দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়ার সমিতি বাজার এলাকায় একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা- রিকশাচালক রনি তার সাবেক স্ত্রী ও শ্যালিকাকে খুন করেছে। ঘটনার পর অভিযুক্ত রনিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় বড় বোনের সাবেক স্বামী রিকশাচালক রনিকে আটক করেছে পুলিশ। দুই বোনের মধ্যে ইয়াসমিন রিকশাচালক রনির সাবেক স্ত্রী। প্রায় চার মাস আগে ইয়াসমিনকে তালাক দেয় রনি। ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর শিমুকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হত্যার কথা রনি স্বীকার করেছে। তবে কী কারণে হত্যা করেছে, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। তার স্ত্রী ইয়াসমিন পোশাককর্মী, আর শিমু সম্প্রতি নাবিস্কো এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন। তাদের বাড়ি নরসিংদীতে আর রনির বাড়ি জামালপুরে। বেলা ১টায় ২৫৩/৩ পূর্ব নাখালপাড়া ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে রনি তার স্ত্রীকে দা দিয়ে কোপাচ্ছিলেন। এটি আশপাশের লোকজন জানালা দিয়ে দেখতে পায়। তখন তারা ভবন মালিককে ফোন করে বিষয়টি জানায়। পরে লোকজন সেখানে জড়ো হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে রনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে আশপাশের লোকজন। ঘরে ঢুকে তারা ইয়াসমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। রনি প্রথমে শ্যালিকাকে হত্যা করে খাটে শুইয়ে রাখে। এরপর স্ত্রী ঘরে ফিরলে তাকেও হত্যা করে। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) আশিক হাসান জানান, আটক রনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কোন্দলের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে।

সর্বশেষ খবর