সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মনোনয়নপত্র প্রত্যাহার শেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৭ জন

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র প্রত্যাহার শেষ

তৃতীয় ধাপের ৬৩ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার গতকাল শেষ হয়েছে। আজ চূড়ান্ত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রতীক বরাদ্দ পেয়েই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন। এ ধাপে মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ৩ জন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইসি জানিয়েছে, প্রত্যাহারের পর চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন। ইসি জানিয়েছে, তৃতীয় ধাপে ৬৪ পৌরসভা নির্বাচনে তিন পদে মোট বৈধ প্রার্থী ছিল ৩ হাজার ৫৫০ জন। এরমধ্যে মেয়র পদে ২৫৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫২১ জন প্রার্থী ছিলেন। তিন পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩ হাজার ৭১৫ জন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ১৬৫ জন। তবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে এ নির্বাচন  স্থগিত করে চতুর্থ ধাপে স্থানান্তর করা হয়েছে। ফলে তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় নির্বাচন হবে। তফসিল অনুযায়ী গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বাছাই হয়েছে গত ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গতকাল শেষ হয়েছে। আজ প্রতীক বরাদ্দ হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে তিন পদে ৩৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬২ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ৩০টি পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ হবে। আর তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে ছিল।

সর্বশেষ খবর