সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হঠাৎ বাড়ল সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ১০৭১, মৃত্যু ২৫

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বাড়ল সংক্রমণ হার

দেশে করোনাঝুঁকি আবারও বাড়ছে। সংক্রমণ হার টানা দুই দিন ৬ শতাংশের নিচে থাকার পর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ২ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, যা গত ২৭ ডিসেম্বরের পর সর্বোচ্চ। আগের ২৪ ঘণ্টায় (পরশু) ৫ দশমিক ৩৬ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ হার টানা ৪ সপ্তাহ ৫ শতাংশের নিচে রাখতে পারলেই ঝুঁকি কমবে। অন্যথায়, যে কোনো সময় ফের ভয়াবহ রূপ নিতে পারে ভাইরাসটি। করোনার নতুন কোনো ধরন অধিক শক্তি নিয়ে আঘাত হানতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশ এখনো করোনা সামলাতে হিমশিম খাচ্ছে। সেই সব দেশে সংক্রমণ কমে আবার বেড়ে গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ২৫ জনের ও সুস্থ হয়ে উঠেছেন ৭৩৭ জন। এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন, মারা গেছেন ৭ হাজার ৭৮১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন ছিলেন পুরুষ ও আটজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ছয়জন পঞ্চাশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১৯ জন ঢাকা, চারজন ময়মনসিংহ এবং একজন করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর