শিরোনাম
সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেলিম প্রধান ও তার স্ত্রীর ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান এবং তার স্ত্রীর সব ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। সেলিম প্রধানের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের আদেশ অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সিটি ব্যাংকের গুলশান এভিনিউ শাখার ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর ৩টি হিসাব প্রতিষ্ঠানের নামে। প্রতিষ্ঠানগুলো হলো- প্রধান বিউটি কেয়ার লিমিটেড, পি২৪ ল ফার্ম লিমিটেড এবং জাপান বাংলাদেশ ট্রেডিং। এই ৩টি হিসাব পরিচালনাকারী ছিলেন সেলিম প্রধান নিজে। একই শাখায় চতুর্থ হিসাবটি সেলিম প্রধানের নামেই, যার পরিচালনাকারী হিসেবে ছিলেন সেলিম ছাড়াও চৌধুরী আলম। এই ৪টি হিসাবে জমা আছে ২ লাখ ৫৫ হাজার ৪৭০ টাকা। একই ব্যাংকের মূল শাখা এবং কারওয়ান বাজারে সেলিম প্রধানের নিজের হিসাব দুটিও অবরুদ্ধ করা হয়েছে। এ দুটি হিসাবে জমা আছে ৪০৬ টাকা। এ ছাড়া তার স্ত্রী মাসুমা প্রধানের নামে সিটি ব্যাংকের গুলশান এভিনিউ এবং গুলশান উইমেন শাখায় ৩টিসহ ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। হিসাবগুলোতে মোট জমা আছে ৫ লাখ ৫৫ হাজার ৮১৪ টাকা। একই ব্যাংকের মূল শাখায় সুফিয়া আক্তার স্মৃতির নামে ৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এই হিসাবগুলোও সেলিম প্রধান বেনামে পরিচালনা করতেন। এই ৩টি হিসাবে মোট ২ লাখ ৯০ হাজার ১৯৯ টাকা জমা আছে। এর বাইরে সেলিম প্রধান, মাসুমা প্রধান, সুফিয়া আক্তার স্মৃতি এবং রিজিয়া সুলতানা ইরফান নামে ৫টি ক্রেডিট কার্ডও অবরুদ্ধ করেছে দুদক। এর মধ্যে মাসুমা প্রধান যে ক্রেডিট কার্ড ব্যবহার করতেন তার হিসাবের নাম মাহমুদা আক্তার প্রধান। দুদক জানায়, অবরুদ্ধ অবস্থায় এসব ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তোলা যাবে না। তবে টাকা জমা করা যাবে।

সর্বশেষ খবর