সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

২০ মিনিটে চুরি শেষ

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়দানকারী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ চক্রের কাছ থেকে ছিনতাই করা গাড়ি, বেশ কিছু মোবাইল সেট ও তালা কাটার মেশিন জব্দ করা হয়েছে। চক্রটি মাত্র ২০ মিনিটে একটি চুরি সম্পন্ন করত। গাজীপুরের গাছা এলাকায় পুলিশ পরিচয়ে একসঙ্গে ২৫টি দোকানে গণলুট করেছে তারা। প্রথমে এদের একদল ফেরিওয়ালা সেজে বিভিন্ন এলাকা রেকি করে সুবিধামতো গাড়ি ছিনতাই করে। এরপর সেই গাড়ি নিয়ে ঢাকার আশপাশের বাজারে চালায় গণলুট। রাতে কোনো এলাকায় ঘোরাফেরার সময় তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিত। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সিদ্দিকুর রহমান, নুরু মিয়া, হেমায়েত হোসেন ওরফে হিমু ও আবুল বাশার। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, গত ৬ জানুয়ারি রাজধানীর মিরপুর থানার গাড়ি চুরির একটি মামলার সূত্র ধরে এদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এ চক্রটি চুরি-ডাকাতি করত। তিনি চুরি ও ছিনতাই রোধে গাড়িতে ট্র্যাকার লাগাতে মালিকদের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, এ চক্রের মূল কাজ হলো গাড়ি ছিনতাই। ছিনতাই করা সেই গাড়ি দিয়ে ঢাকার আশপাশে আশুলিয়া, গাজীপুর ও ঢাকার উত্তরায় বাজার ও দোকানপাট লুট করে। কয়েকটি ঘটনা ঘটিয়ে সেই গাড়ি ফেলে তারা চলে যায়। সেই গাড়ি নিয়ে যাতে ভবিষ্যতে ধরা না পড়ে। গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর