মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকারি মাধ্যমিক ভর্তির লটারির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির ফল গতকাল প্রকাশ করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কম্পিউটারে ক্লিক করে লটারির ফল প্রকাশ করেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাদিয়া আনহু তানহা। এ বছর ৩৯০টি সরকারি স্কুলে সারা দেশে মোট ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ ছাত্রছাত্রী আবেদন করে। শিক্ষামন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারীর কারণে গত বছরের মার্চ        থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যাতে শিক্ষণ-শিখন কাজ থেকে বঞ্চিত না হয় সেজন্য সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে দূরশিক্ষণ, অনলাইন পাঠদান ও অ্যাসাইনমেন্টভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে; যা সফল ও প্রশংসিত হয়েছে। স্কুলগুলোয় বার্ষিক পরীক্ষা না হওয়ায় এ বছর লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় বেসরকারি স্কুলগুলো এবং সম্প্রতি জাতীয়করণকৃত অনেক স্কুল স্থানীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তির কাজ লটারির মাধ্যমে সম্পন্ন করছে। ডিজিটাল লটারির কারণে সব স্কুলে এবার মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। মন্ত্রী জানান, ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তায় ছিল টেলিটক বাংলাদেশ। টেলিটকের সফট্ওয়্যারের যথার্থতা যাচাই-বাছাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লটারিতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে আশা করেন মন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে আরও যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক। ডিজিটাল লটারির ফল https://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর