মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মৃত্যু ছাড়াল ৭৮০০

এক দিনে মৃত্যু ২২, আক্রান্ত ৮৪৯

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৮০৩ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৪৯ জনের শরীরে এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩০২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।

গতকাল সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ আর সাতজন নারী। তাদের মধ্যে ২১ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা যান। তাদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং একজন করে মোট দুজনের বয়স ৪১ থেকে ৫০ ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫১টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৯৩টি ল্যাবে ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৫৮ হাজার ৬৪৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ১২ হাজার ৭৭২টি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর