শিরোনাম
বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাফারি পার্কে উটপাখির ছানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাফারি পার্কে উটপাখির ছানা

দেশীয় প্রযুক্তি ও ইনকিউবেটরের মাধ্যমে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ডিম থেকে উটপাখির পাঁচটি বাচ্চা ফোটানো হয়েছে। এটিকে অভাবনীয় সাফল্য দাবি করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান। তিনি জানান, ‘সাফারি পার্কে বিদেশি প্রযুক্তির দামি ইনকিউবেটর ব্যর্থ হয়েছে। অতীতে অনেকবার উন্নত প্রযুক্তির ইনকিউবেটরের মাধ্যমেও সফল হইনি। অনেক ডিম দেওয়ার পরও প্রাকৃতিকভাবে বাচ্চা পাচ্ছিলাম না।’

তিনি জানান, সাতটি ডিম ইনকিউবেটরে দিয়ে ১৯ নভেম্বর বাচ্চা ফুটানোর জন্য দেওয়া হয়। প্রথম ডিম থেকে বাচ্চা বের হয় ৭ জানুয়ারি। গতকাল চতুর্থ ডিম ফোটার পর উটপাখির বাচ্চার সংখ্যা দাঁড়ায় পাঁচটিতে। এরমধ্যে চারটি স্ত্রী ও একটি পুরুষ জাতের। সে হিসেবে সফলতার হার অনেক বেশি। বাচ্চাগুলো বর্তমানে সুস্থ রয়েছে এবং অল্প পরিমাণে খাবার খেতে শুরু করেছে।

তবিবুর রহমান বলেন, পাখিটি ২০১৩ সালে আফ্রিকা থেকে কিনে আনা হয়। একবারে ১৫টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটতে এক মাসের বেশি সময় লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর