বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আল্লামা শফী ‘হত্যা’ তদন্তে মাঠে পিবিআই

কর্মকর্তারা কথা বলেছেন বাবুনগরীসহ মাদরাসার শিক্ষক-ছাত্রদের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আল্লামা শফী ‘হত্যা’ তদন্তে মাঠে পিবিআই

দেশের অন্যতম শীর্ষ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী ‘হত্যা’ মামলার তদন্ত করতে ঘটনাস্থল হাটহাজারী ও বাবুনগর মাদরাসা পরিদর্শন করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল এ দুই মাদরাসা পরিদর্শন করে তদন্ত দলের সদস্যরা কথা বলেছেন মাদরাসার শিক্ষক, ছাত্রসহ বিভিন্নজনের সঙ্গে। একই সঙ্গে সংগ্রহ করেছেন ঘটনাস্থলের নানা আলামত।

পিবিআইর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্পট পরিদর্শন করেছে তদন্ত দল। এ সময় শিক্ষক, শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আদালত নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল।’ মামলার বাদী মাওলানা মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, ‘আমরা মনে করছি মামলার তদন্ত সঠিক পথে চলছে। আশা করছি এ হত্যা মামলার ন্যায়বিচার আমরা পাব।’ পিবিআই সদস্যরা সকালে পরিদর্শনে যান প্রথম ঘটনাস্থল আল্লামা আহমদ শফীর দীর্ঘদিনের কর্মস্থল দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায়। ওই খানে তারা আল্লামা শফীর রুম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তারা আলামত সংগ্রহ করেন। এ সময় তারা কথা বলেন হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাদরাসার পরিচালনা পর্ষদসহ সিনিয়র কয়েকজন শিক্ষকের সঙ্গে। এরপর একে একে বক্তব্য নেন শিক্ষক, ছাত্রসহ ১৬ জনের। হাটহাজারী মাদরাসা পরিদর্শনের পর তারা যান দ্বিতীয় ঘটনাস্থল বাবুনগর মাদরাসায়। ওখানে তারা সাতজনের সঙ্গে কথা বলেন। তদন্ত দলের সঙ্গে সাক্ষাতের পর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমি এখন কিছু বলতে পারব না। তদন্ত দল আমাদের যা জিজ্ঞাসা করে তা বলেছি। আমাদের যা বক্তব্য ছিল তা আমরা সংবাদ সম্মেলনে বলেছি।’ প্রসঙ্গত, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে গত ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মোহাম্মদ মঈনুদ্দীন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। দায়ের করা ওই মামলায় অভিযুক্ত হিসেবে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তদের সবাই বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর মারা যান আল্লামা শফী। মৃত্যুর পর থেকে অনুসারীরা দাবি করে আসছেন পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর