বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি

ঢাবিতে প্রতীকী কুশপুতুল পুড়িয়েছে প্রগতিশীল ছাত্রজোট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

হল খুলে পরীক্ষা গ্রহণ, করোনাকালীন সব ধরনের বেতন-ফি মওকুফ এবং টিএসসির বর্তমান অবকাঠামো না ভাঙার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘প্রতীকী কুশপুতুল’ পুড়িয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে কুশপুতুল পোড়ান জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতারা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জোটের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহাইল আহমেদ শুভর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সহ-সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ এবং ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা। এ সময় সেখানে ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকীসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে কুশপুতুল পোড়ান তারা। সমাবেশে নেতারা বলেন, করোনার বিশেষ পরিস্থিতিতে প্রশাসন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীদের জোর করে নিয়ে এসে কোনো ধরনের আয়োজন ছাড়াই পরীক্ষায় বসিয়ে দিচ্ছে। ঢাকার বাইরে থাকা বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকায় এসে কোথায় থাকবেন, কী করবেন- তার কোনো নিশ্চয়তা না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও এ বছরের বেতন-ফি নিচ্ছে প্রশাসন। প্রশাসনের এসব অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাই। তারা অবিলম্বে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সমাবেশ থেকে আগামী ২৪ জানুয়ারি বেলা ১২টায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে রাজু ভাস্কর্যে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর