বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

রিজাল ব্যাংককে তলব করেছে ফিলিপাইন আদালত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) তলব করেছে দেশটির একটি আদালত। ফিলিপাইনের মাকাতি শহরের বিচার আদালতে হাজির হওয়ার জন্য তাদের নোটিস দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অভিযোগের ভিত্তিতে এ তলব করেছেন আদালত।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে হাতিয়ে নেওয়া এই অর্থ ফিলিপাইনের মাকাতি শহরে রিজাল ব্যাংকের একটি শাখায় চারটি ভুয়া অ্যাকাউন্টে জমা হয়। সেখান থেকে দ্রুত অর্থ উত্তোলন করে নিয়ে যায় অপরাধীরা। পরে চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র ১ কোটি ৫০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় সম্পৃক্ততার দায় প্রমাণ হওয়ায় আরসিবিসির তৎকালীন শাখা ব্যবস্থাপক মাইয়া দিগুইতোকে কারাদন্ড ও জরিমানা করে ফিলিপাইনের আঞ্চলিক আদালত। অবৈধ অর্থ পাচার প্রতিরোধে ব্যর্থতার কারণে ২০১৬ সালের আগস্টে আরসিবিসিকে প্রায় ২ কোটি ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া সেখানকার আইন বিভাগ এ বিষয়ে প্রায় একডজন মামলা পরিচালনা করছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে রিজাল ব্যাংককে ফের তলব করল মাকাতির আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর