বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঝিনাইদহে নসিমন-ট্রাক সংঘর্ষে নিহত ৬

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহে নসিমন-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গার শ্রীরামপুর নামক স্থানে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ঢালাই মিস্ত্রি এবং নসিমনের যাত্রী ছিলেন। নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন। ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালি বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে আহত তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও বাকি আরও তিনজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেছে। সড়ক দুর্ঘটনার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাটিয়া নামক স্থানে একটি বিল্ডিং ঢালাই কাজ করে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন ঢালাই মিস্ত্রিরা। এ সময় শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা শ্রীরামপুর নামক স্থানে ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নসিমনের চালকসহ ছয়জন নিহত এবং আরও ছয়জন ঢালাই শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, নসিমনকে পেছন থেকে আসা একটি পরিবহন ধাক্কা দেয়। এতে নসিমনের সবাই রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে আরেকটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যান ছয়জন। এ ছাড়া তিনজনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা গ্রামের আবদুস সোবহানের ছেলে। দুপুর ১২টার দিকে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালক একই ইউনিয়নের মিরগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে আবদুল মতিন (২৭) ও অটোরিকশা যাত্রী দশপাইকা গ্রামের ছমক আলীর ছেলে কবির হোসেন (২৬) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভাই ভাই পরিবহন নামের একটি ট্রাক মিথিলা নাইট কোচকে ওভারটেক করার সময় সংঘর্ষে মিথিলা নাইট কোচের সুপার ভাইজার রেজাউল করিম (৩৪) নিহত হয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাগি সুটিবাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় মিথিলা পরিবহনের দুজন যাত্রী আহত হন। সকাল সাড়ে ৯টায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খুনিয়ার দোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বীথি বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত বীথি আক্তার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের গোয়ালজান গ্রামের সোহেল রানার স্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর