বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে প্রাণ গেল পিকআপ চালকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালাচ্ছিল কয়েকজন। বিষয়টি মেনে নিতে পারেননি পিকআপ চালক সাঈদ খোকন মীর (৩০)। পথ আগলে তাদের গতি রোধ করে প্রতিবাদ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সাঈদকে ছুরিকাঘাত করে এক ছিনতাইকারী। এতে নিহত হন সাঈদ। মঙ্গলবার রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল ঘাতকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভগ্নিপতি ফারুক হোসেন জানান, বরিশালের গৌরনদী উপজেলার বাগমারা গ্রামে শামসুল হক মীরের ছেলে সাঈদ। এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে    যাত্রাবাড়ীর কাজলার নয়ানগরে থাকতেন। মঙ্গলবার রাতে তিনি যাত্রাবাড়ী মাছের আড়তে পিকআপ ভ্যান পার্কিং করে বসে ছিলেন। তখন কয়েক ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অন্য গাড়িচালকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীদের পথ আটকে প্রতিবাদ করেন সাঈদ। এ সময় ছিনতাইকারীদের একজন সাঈদকে ছুরিকাঘাত করে। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত অপু, মুন্না, জাহিদ, রাসেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (আজ) আসামিদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর