বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আন্দোলনের মুখে ভোর রাতে ক্যাম্পাস ছাড়লেন ভিসি

দিনাজপুর প্রতিনিধি

স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ভোর রাতে ক্যাম্পাস ছাড়েন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মু. আবুল কাশেম। মেয়াদ শেষ হওয়ার ১৮ দিন আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ক্যাম্পাস ছাড়েন তিনি। এর আগে রাতে ছাত্র-শিক্ষকদের বৈঠকে কমিটি গঠনের কথা বলা হয়। এখন তা ঝুলে গেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তবে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দিয়ে গেছেন বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক। শিক্ষার্থীরা জানায়, ক্লাস-পরীক্ষা চালু, নিয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার ভিসির বাসভবনের সামনে দিনভর অবস্থান ও বিক্ষোভ করে শতাধিক ছাত্র। এ সময় ভিসির বাসভবনের সামনে পুলিশ ও সিভিল প্রশাসন পাহারা দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় তারা। পরে রাতে শিক্ষকদের মধ্যস্থতায় ভিসির সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক হয়। এ সময় সমস্যা সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সকালে জানতে পারি তিনি মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পরিবার নিয়ে বাসভবন ছেড়ে ঢাকায় চলে গেছেন। যাওয়ার আগে ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দিয়ে নোট রেখে গেছেন। এ ব্যাপারে হাবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক জানান বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভিসি আমাকে ফোনে জানিয়েছেন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তিনি ঢাকায় চলে গেছেন। তার চলে যাওয়ায় কমিটি গঠন ঝুলে রইল। উপাচার্যের মেয়াদ ফেব্রুয়ারি মাসের ১ তারিখ শেষ হওয়ার কথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর