শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজার এখন তুঙ্গে

মূলধন ছাড়াল ৫ লাখ কোটি টাকা

আলী রিয়াজ

শেয়ারবাজার এখন তুঙ্গে

ধারাবাহিক দরবৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজার এখন তুঙ্গে অবস্থান করছে। প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা মূলধন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এদিকে কয়েকটি কোম্পনির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই ঘোষণায় আগের দিন বড় দরপতন হয়। এরপর ফের অনুসন্ধানের সিদ্ধান্ত স্থগিত করে বিএসইসি। এই ঘোষণার পর গতকাল ডিএসইতে বড় ধরনের উত্থান হয়েছে। এই উত্থানে সূচক বেড়েছে ১৪০ পয়েন্ট। এতে প্রথমবারের মতো ডিএসইর মোট মূলধন রেকর্ড গড়েছে।

জানা গেছে, ডিএসইতে বড় উত্থানের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক          দিনে ডিএসইর বাজার মূলধন ১১ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। যার মাধ্যমে ৫ লাখ কোটি টাকার রেকর্ড মাইলফলক স্পর্শ করেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ এক হাজার ৭০৯ কোটি টাকা। যা আগের দিন ছিল চার লাখ ৯০ হাজার ৩১৬ কোটি টাকা। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৪০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯০৯ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ২৯ জানুয়ারির পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি সূচকটি ৫ হাজার ৯২৪ পয়েন্টে ছিল। গতকাল ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৩টির। আর ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৮৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বেড়ে ৮৭ টাকা ৪০ পয়সা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ১২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, পাওয়ার গ্রিড, লংকাবাংলা ফাইন্যান্স এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর