শিরোনাম
শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে

-আবদুল মজিদ

নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে

এনবিআর ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক চেয়ারম্যান ড. মোহম্মদ আবদুল মজিদ বলেছেন, বাংলাদেশে শেয়ারবাজার খুবই স্পর্শকাতর। এখানে সুশাসনের অভাব রয়েছে। সাধারণ বিনিয়োগকারীরাও এখানে না বুঝে বিনিয়োগ করেন। তাই সব সময় জটিল ও ঝুঁকির মধ্যে লেনদেন হয়। বাজারে শেয়ার দর বৃদ্ধি বা কমানোর ক্ষেত্রে নানা ধরনের গুজব, মেনুপুলেশন হয়। এ কারণে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি করা প্রয়োজন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, গত কয়েকদিন ধরে বাজার অনেক বেড়ে গেছে। সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে। যারা কালো টাকা সাদা করেছে তাদের একটি অংশ হয়তো  শেয়ারবাজারে এসেছে। নিয়ম মেনে যদি এটা করে সমস্যা নেই। কিন্তু এখন বাজারে কারা শেয়ার কিনছে তাদের অর্থের উৎস কী, বেনামে কেউ কিনছে কিনা সেগুলো তদারকির আওতায় আনা উচিত। তদারকি স্বাভাবিক নিয়মে থাকতে হবে। বিনিয়োগকারীদের মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়। অস্বাভাবিক লেনদেন মনে হলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে আনতে হবে। তাতে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা আসবে। বাজার স্থিতিশীল থাকবে।

সর্বশেষ খবর