শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কমিশনের আস্থা ধরে রাখতে হবে

-আবু আহমেদ

কমিশনের আস্থা ধরে রাখতে হবে

শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার আস্থা ধরে রাখতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওপর আস্থা নষ্ট হলে শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি তারা একটি গাইডলাইন দিয়েছে। পরদিন

আবার সেই গাইডলাইন প্রত্যাহার করেছে। এগুলো আস্থা নষ্ট করবে। যে গাইডলাইন দিয়েছিল সেটা সঠিক পদক্ষেপ। প্রত্যাহার কেন করেছে। এতে যারা বাজারে গুজব ছড়ায়, মেনুপুলেশন করে তাদের সুবিধা হয়। তারা ফের সিন্ডিকেট, সিরিয়াল ট্রেডিংয়ের সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, গত কয়েক মাসের ব্যবধানে সূচক ৪ হাজার থেকে ৬ হাজার পয়েন্টে পৌঁছেছে। প্রায় ৪০ শতাংশ। আমাদের অর্থনীতি কি ৪০ শতাংশ বেড়েছে? বাড়েনি। তাহলে কারা বাজারে এত দ্রুত বিনিয়োগ করল। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ না হলে বাজার স্থিতিশীল থাকবে না। সেজন্য এসব সিন্ডিকেট গ্রুপগুলোর ওপর নজরদারি করা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আমাদের শেয়ারবাজারে বিনিয়োগযোগ্য কোম্পানি খুবই কম।

বাজারের এই গতি ধরে রাখতে হলে সরকারি, বহুজাতিক ও বড় মূলধনি কোম্পানি বাজারে তালিকাভুক্ত করতে হবে।

সর্বশেষ খবর