শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন বছরের মধ্যে লেনদেন ৫ হাজার কোটি টাকায় যাবে

-রকিবুর রহমান

তিন বছরের মধ্যে লেনদেন ৫ হাজার কোটি টাকায় যাবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও পরিচালক মো. রকিবুর রহমান বলেছেন, বাজারের চাহিদা অনুযায়ী বিনিয়োগ হচ্ছে। প্রতিদিন লেনদেন বাড়ছে। আগামী তিন বছরের মধ্যে শেয়ারবাজারে লেনদেন ৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে।

যে লেনদেন হচ্ছে সেটা বড় ব্যক্তি বিনিয়োগকারীদের ভূমিকার কারণে। কয়েকটি বড় কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। সেসব শেয়ারে কারও মেনুপুলেশনের সুযোগ নেই। এসব শেয়ার নিয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অহেতুক পদক্ষেপ বাজারে অস্থিরতা তৈরি করবে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, একবার ঘোষণা দেবে দর বৃদ্ধির কারণ তদন্ত করবে। আবার বলবে কোনো তদন্ত হবে না। এগুলো কোনো সঠিক পদক্ষেপ নয়। যেসব জেড ক্যাটাগরির শেয়ারে দর বাড়ে, ছোট, বন্ধ কোম্পানির শেয়ার দর কেন বাড়ে সেগুলো খতিয়ে দেখা উচিত।

 তিনি আরও বলেন, শেয়ারবাজারে শুধু ব্যাংক আর মার্জিন ঋণ দিয়ে শক্তিশালী হবে না। বড় ব্যক্তি বিনিয়োগকারী লাগবে। তারাই এখন বাজারে এসেছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করা থেকে বিরত থাকতে হবে। শেয়ারবাজার এখন অনেক শক্তিশালী। বিনিয়োগ হচ্ছে। বাজার স্বাভাবিক নিয়মে থাকতে দিলে কোনো ঝুঁকি থাকবে না।

সর্বশেষ খবর