রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আট মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

এক দিনে মৃত্যু ২১, আক্রান্ত ৫৭৮

নিজস্ব প্রতিবেদক

আট মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে ছয়শর ঘরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭৮ জন, যা কিনা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। গত ১ মে শনাক্ত হয়েছিলেন ৫৭১ জন। এর আগে ২৮ এপ্রিলে শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। নতুন শনাক্ত ৫৭৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হলেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৭ হাজার ৮৮৩ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৩ জন, এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

গতকাল করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৮ জন। এই ২১ জনের প্রত্যেকেই হাসপাতালে মারা যান। গত এক দিনে মৃত ২১ জনের মধ্যে ১২ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। এ ছাড়া চারজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তিনজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। গত এক দিনে ঢাকা বিভাগে মারা গেছে ১৩ জন। বাকিদের মধ্যে ছয়জন চট্টগ্রাম ও দুইজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে ৫৭৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা ৪ দশমিক ৮৫ শতাংশ বাড়লেও শনাক্তের সংখ্যা ৮ দশমিক ৩৪ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ এবং এ নাগাদ শনাক্তের হার ১৫ দশমিক ৩০         শতাংশ। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ৮ দশমিক ৩৪ শতাংশ কমেছে। সেই সঙ্গে ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে সুস্থতার হারও। সার্বিকভাবে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সর্বশেষ খবর