রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি ভোটের মাঠে আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি ভোটের মাঠে আ জ ম নাছির

চট্টগ্রামের পাহাড়তলী ও লালখান বাজারে গতকাল নৌকার পক্ষে আ জ ম নাছিরের নির্বাচনী গণসংযোগ -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোটের মাঠে রয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে দলীয় প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে তিনি নির্দেশ দিয়েছেন।

গত ৮ জানুয়ারি থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নেতা-কর্মীরা মাঠে কাজ করছেন। আ জ ম নাছির দলীয় প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সঙ্গে মাঠে থেকে প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের আরও গতিশীল ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিদিনের মতো গতকালও নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির। এর আগে নগর আওয়ামী লীগের বর্ধিতসভায় দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়। আ জ ম নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়েও মুঠোফোনে সক্রিয় ছিলেন। তিনি সাংগঠনিক খোঁজখবর নিয়েছেন। আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে বর্ধিত সভা করে নেতা-কর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে প্রতিটি ওয়ার্ডে কমিটি করা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে সকাল থেকেই প্রচারণায় রয়েছি। শিডিউল অনুযায়ী মেয়র প্রার্থীসহ প্রতিদিন তিনটা ওয়ার্ডে প্রচারণা চলছে। প্রার্থী ছাড়াও দলের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ডে প্রচারণায় রয়েছেন। তিনি বলেন, আজ (শনিবার) পর্যন্ত ২৪টি ওয়ার্ডে প্রচারণা হয়েছে। বাকি ওয়ার্ডগুলো চলমান রয়েছে। এই প্রচারণায় দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের উৎসবমুখর উপস্থিতি দেখা যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ কতদূর এগিয়েছে তা তুলে ধরতে পৃথক কর্মসূচি নিয়ে পাড়া মহল্লায় কাজ করা হচ্ছে। আ জ ম নাছির বলেন, নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর