সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় ছাত্রলীগ নেতা পান্থ হত্যায় ধূম্রজাল

দুর্ঘটনায় মৃত্যু জানিয়ে আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা পাইকগাছায় থানা ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলায় ধূম্রজাল তৈরি হয়েছে। মারধর নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। গতকাল এজাহারভুক্ত আসামি আলমগীর মোড়ল (২৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, গড়ইখালী শুকুমার ডাক্তারের মোড়ে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রান্ত ঘোষের মৃত্যু হয়। তবে স্থানীয় এক কিশোরীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর কারণে ক্ষিপ্ত হয়ে ওই দুর্ঘটনার পরও তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোল্লা লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতে জবানবন্দিতে দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে ১৬ জানুয়ারি মাদারীপুর থেকে  আলমগীর মোড়লকে গ্রেফতার করা হয়। জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর পাইকগাছা জয়খালী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রান্ত ঘোষ এলাকার এক কিশোরীকে তার মোটরসাইকেলে তুলে নেন। দীর্ঘসময় তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় বাড়িতে নামিয়ে দিতে গেলে এলাকাবাসী ধাওয়া করে। প্রায় ১০ কিলোমিটার দূরে এসে গড়ইখালীতে রাস্তার পাশে রাখা বাঁশে আটকে মোটরসাইকেল নিয়ে পড়ে যান প্রান্ত ঘোষ। এতে তিনি মাথায় আঘাত পান। এ সময় পেছনে ধাওয়া করে আসা আলমগীর ও অন্যরা তাকে মারধর করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সাত দিন পর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই অনুপ কুমার বাদী হয়ে আলমগীরসহ পাঁচজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করেন। সিআইডি খুলনার (মেট্রো অ্যান্ড জেলা) পরিদর্শক মাহমুদা খাতুন জানান ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর