শিরোনাম
সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

নীলসাগরে অতিথি পাখির কিচিরমিচির

নীলফামারী প্রতিনিধি

নীলসাগরে অতিথি পাখির কিচিরমিচির

নানা প্রজাতির অতিথি পাখির নিরাপদ অভয়াশ্রম আর মনোরম প্রাকৃতিক পরিবেশের মনোমুগ্ধকর নৈসর্গিক বিনোদন কেন্দ্র উত্তরের নীলফামারীর নীলসাগর। পাখির কিচির মিচির শব্দ আর জলকেলিতে মুখরিত নান্দনিক এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসেন এখানে। গাছ-গাছালীর শীতল ছায়া ঘেরা দৃশ্যপট আর পাখিপ্রেমীদের কাছে টেনে নেয় পরম আতিথেয়তায়। মনোমুগ্ধকর এমন পরিবেশ ক্লান্তি দূর করে ভ্রমণ পিপাসুদের। নীলসাগরকে শিগগিরই স্থায়ীভাবে পাখির অভয়াশ্রম আর নিরাপদ সীমানা প্রাচীর নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার কথা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নীলফামারী জেলা সদর থেকে মাত্র সাড়ে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে গোড়গ্রাম ইউনিয়নে নীলসাগরের অবস্থান। প্রতি বছর শীত মৌসুমের শুরুতে- নভেম্বর থেকে সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রবণ এলাকা থেকে এখানে ছুটে আসে সারালী, বালিহাঁসসহ নানা প্রজাতির পাখি। প্রায় ৩ মাস অবস্থান করার পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এরা ফিরতে শুরু করে নিজ ঠিকানায়। নীলসাগরের ৩৩ একর নীলাভ জলে অতিথি পাখির অবাধ বিচরণে চোখ জুড়ে যায় দর্শনার্থীদের। পাখি ছাড়াও আছে বিনোদনের নানা উপকরণ। তবে ভাঙ্গা সীমানা প্রাচীর পেরিয়ে আসা বখাটেদের উৎপাতে অতিষ্ঠ নারী দর্শনার্থীরা। নীলসাগরে বিনোদনের জন্য কিছু রাইডস থাকলেও দর্শনার্থীদের জন্য শৌচাগার, বসার বেঞ্চ, মানসম্মত রেস্তোরাঁ আর সীমানা প্রাচীরসহ নানা সমস্যার কথা তুলে ধরে আরও সমৃদ্ধ করার দাবি জানালেন বিনোদনপ্রেমী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম। বিনোদন আর পাখিপ্রেমীদের চাহিদা অনুযায়ী সব সমস্যা দ্রুত সমাধানে একটি প্রকল্প হাতে নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর