মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ঘন কুয়াশা

ফেরি চলাচল ব্যাহত গাড়ির দীর্ঘ লাইন

প্রতিদিন ডেস্ক

ফেরি চলাচল ব্যাহত গাড়ির দীর্ঘ লাইন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাংলাবাজার-শিমুলিয়ায় রবিবার রাত থেকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ঘাটের দুই পাড়ে আটকা পড়ে শত শত যানবাহন। দীর্ঘ সময় যানজটে পড়ে ভোগান্তির শিকার হন যাত্রী ও চালকরা। এ ছাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে গতকাল সাতটি রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের শিডিউল বিপর্যয় ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। রবিবার রাত ১২টার দিকে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। গতকাল সকাল ১০টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়ায় ১৬টি ফেরি চলাচল করে। ২৪ ঘণ্টায় এ রুট দিয়ে গড়ে সাড়ে ৩ হাজার যানবাহন পারাপার করে। গত শনিবার থেকে গতকাল সকাল পর্যন্ত কুয়াশার কারণে ১৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাত ঘণ্টা ফেরি বন্ধ ছিল। ঘন কুয়াশার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল না করায় উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন। এ ছাড়া গতকাল ভোর থেকে দুই ঘণ্টা এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়েছিল বলে ঘাট সূত্রে জানা গেছে। সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার শুরু হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, আটকে পড়া সব যান পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে গতকাল সাতটি রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের শিডিউলে বিপর্যয় ঘটেছে। ঘন কুয়াশার কারণে পৌনে ৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়। এ ছাড়া অন্য দিনের তুলনায় এ দিন যাত্রী সংখ্যাও ছিল কম। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবুলাল বৈদ্য জানান, প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হলেও সোমবার ঘন কুয়াশার কারণে সকাল সোয়া ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে সব লঞ্চের চালক ও কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে লঞ্চ চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর