মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

এক দিনে মৃত্যু ১৬, শনাক্ত ৬৯৭

নিজস্ব প্রতিবেদক

কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস নতুন করে শনাক্ত হয়েছে ৬৯৭ জনের শরীরে। একই সময় মারা গেছেন ১৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হন ৫৬৯ জন এবং মারা যান ২৩ জন। অর্থাৎ রবিবারের তুলনায় গতকাল শনাক্ত বেড়েছে ১২৮ জন, কিন্তু সাতজন কম মারা গেছেন। নতুন করে শনাক্ত ৬৯৭ জনসহ দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে শনাক্ত হলেন ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। নতুন ১৬ জন নিয়ে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯২২। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন। গতকাল করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তার মধ্যে ১২ জন পুরুষ আর চারজন নারী। তারা সবাই হাসপাতালে মারা যান। তার মধ্যে ১৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, দুজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং একজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃতের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, তিনজন চট্টগাম বিভাগের এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন একজন করে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। একই সময় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫০ শতাংশ। এক দিনে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮২৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৭টি। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ২৭ হাজার ১১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৪৩ হাজার ৪২টি। দেশে বর্তমানে ১৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে ১১৫টি। জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

সর্বশেষ খবর