শিরোনাম
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টানা দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

আগের সপ্তাহে বড় উত্থানের পর গত দুই দিন দরপতন হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক ও লেনদেন কমেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে বড় দরপতন হলো। তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন শেয়ারবাজার- সংশ্লিষ্টরা। তাদের অভিমত, কয়েক দিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম টানা বেড়েছে। এতে কিছু শেয়ারের দাম কয়েক দিনের মধ্যে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এখন মূল্য সংশোধন হয়েছে। এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৮৭৫ কোটি ২৮ লাখ টাকা। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৮ কমে ৫৮০১ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা দুই দিনের পতনে ১০৭ পয়েন্ট কমে গেছে ডিএসইর প্রধান মূল্যসূচক। এদিকে সূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও মোটা অঙ্কে কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের দিন ছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৮৭৫ কোটি ২৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২৪৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ২২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এ ছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও গ্রামীণফোন। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দাম বেড়েছে। কমেছে ১৬২টির এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর