মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

নওগাঁ সীমান্তে দুই বাংলার মিলনমেলা

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁ সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ২৫৬-এর সাব পিলার ৯ এর কাছে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

করোনার কারণে স্বল্প পরিসরে গত রবিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। ওপার বাংলার বিএসএফের ১২২ ব্যাটালিয়নের অন্তর্গত জলঘর ও হরিবংশপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় বিএসএফ তাদের কাঁটাতারের দরজা খুলে দেয়। ভারতের হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্ব আধার কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মিলনমেলায় দুই বাংলার কয়েক জেলার লোকজনের সমাগম ঘটে। বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রাজশাহী জেলার হাজার হাজার মানুষ মাইক্রো, কার, ভটভটি ও ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে আসেন। ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলার কোনো লোক ভারতে প্রবেশ করতে পারেনি। ভারতের গঙ্গরামপুরের সাহারা বানু বলেন, নওগাঁ জেলার মহাদেবপুর নান্দাস গ্রামে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক দিন পর মিলিত হতে পেরে আমরা খুব খুশি। জয়পুরহাটের মঙ্গলবাড়ী গ্রামের অনিতা বর্মণ বলেন, সীমান্ত খুলে দেওয়ায় অনেক দিন পর তার কাকা-কাকিদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। দুই বাংলার লোকজন তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের সঙ্গে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী বিতরণ করেন। মিলনমেলা উপলক্ষে সীমান্তের কাঁটাতারের নিকটে বিভিন্ন পণ্যসামগ্রী কেনাবেচা হয়। আগ্রাদ্বিগুন বাজার থেকে সীমান্তবর্তী ওই মিলনমেলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে যানজট লেগে ছিল। তবে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি জোরদার করা হয়।

সর্বশেষ খবর