মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোলায় মধুমতি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংক থেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে মাঠে নেমেছে উচ্চপর্যায়ের তদন্ত টিম। এদিকে তদন্ত টিমকে বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা কিশোর কুমার দেবনাথসহ বহিরাগত ছয়জনকে আটক করেছিল পুলিশ। তবে নানা নাটকীয়তার পর সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আটকদের বিরুদ্ধে                 জিডি গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়। এদিকে অভিযুক্ত ব্যবস্থাপক রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত চরফ্যাশন থানায় পৃথক দুটি জিডি গ্রহণ করা হয়েছে। জানা যায়, ১৩ জানুয়ারি ১২টি পে-অর্ডারের মাধ্যমে মধুমতি ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক রেজাউল করিম ও ব্যবস্থাপক (অপারেশন) কিশোর কুমার দেবনাথ পরস্পর যোগসাজশে ব্যাংকের ৮ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। ১৪ জানুয়ারি ব্যাংকের পে-অর্ডার স্টক নিরীক্ষার সময় এ অনিয়মের বিষয়টি ধরা পড়ে। ওই দিন থেকে ব্যবস্থাপক রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন। পরদিন ১৫ জানুয়ারি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ইয়াছিন উদ্দিন সোহেল ব্যবস্থাপকের দায়িত্ব নেন। অর্থ আত্মসাতের ঘটনায় তিনি বাদী হয়ে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি ব্যবস্থাপক রেজাউল করিম ও ব্যবস্থাপক (অপারেশন) কিশোর কুমার দেবনাথকে দায়ী করেন। তার অভিযোগে ১৩ জানুয়ারি ১২টি পে-অর্ডারের মাধ্যমে ৮ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানান, চরফ্যাশন উপজেলার মধুমতি ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিন দিন আগে শুক্রবার শাখা ব্যবস্থাপক রেজাউল করিমের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ একটি অভিযোগ দেন। সে অভিযোগটি জিডি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানো হয়েছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ব্যাংকের টাকা আত্মসাতের সংবাদে গ্রাহকরা ব্যাংকে জড়ো হলে নিরাপত্তার স্বার্থে কর্মকর্তাসহ ছয়জনকে থানায় নিয়ে আসা হয়। ব্যাংকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না দেওয়ায় স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে ব্যাংক থেকে দেওয়া অভিযোগটি জিডি করে তদন্তের জন্য আদালতে পাঠানো হয়েছে। মধুমতি ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক ইয়াছিন উদ্দিন সোহেল সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তিনি এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন।

সর্বশেষ খবর