শিরোনাম
বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

২ হাজার কোটি টাকা পাচারে কারাগারে দুই ইউপি চেয়ারম্যান

আদালত প্রতিবেদক

চাঞ্চল্যকর ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামিরা হলেন, ফরিদপুরের কানাইপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকির ও ইশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু। এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে ২ হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেই মামলায় সিআইডি রুবেল ও বরকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ টাকা পাচারের ঘটনায় তাদের সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেন। এরআগে গত ১৬ জুন রাতে ফরিদপুরের শহরের  মোল্লাবাড়ী সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সুবল চন্দ্র সাহা ১৮ জুন ফরিদপুর  কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ৭ জুলাই পুলিশের বিশেষ অভিযানে সুবল সাহার বাড়িতে হামলার মামলায় গ্রেফতার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত তার ভাই ফরিদপুর প্রেস ক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ সাতজন। এর পরে ঢাকার সিআইডি পুলিশ বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে। তদন্তে প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকা পাচারের তথ্য  পেয়ে এ মামলা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর