বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

মুক্তিযুদ্ধের ডাকোটা বিমান ফ্লাই পাস্ট করবে ভারতে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাতে ২৬ জানুয়ারি মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় ঐতিহ্যপূর্ণ ডাকোটা যুদ্ধবিমান আকাশে ফ্লাই পাস্ট করবে। রাজপথে বাংলাদেশের ১২২ জন সাহসী জওয়ান যখন কুচকাওয়াজ করবেন তখন মুক্তিযুদ্ধের স্মৃতিজাগানিয়া হয়ে এ ডাকোটা বিমান উড়ে যাবে। এ বিমান ১৯৭১ সালে জওয়ানদের আকাশ থেকে নামিয়ে দিত। ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী গতকাল বলেন, ‘ডাকোটা বিমান বাহিনীর রূপে রূপে পাস্ট করবে। সঙ্গে উড়তে থাকবে দুটি এমআই হেলিকপ্টার।’ উল্লেখ্য, ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে ডাকোটা বিমান বাংলাদেশকে উপহার দেওয়া হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর তিন অংশের সশস্ত্র জওয়ান অংশ নিচ্ছেন। এর বেশির ভাগ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ১-২-৩ আর্টিলারি সদস্য। যাঁরা মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা পালন করেন। এ নিয়ে তৃতীয়বার বিদেশি রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করছে। এর আগে ফরাসি সেনাবাহিনী অংশ নেয়। ২০২১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বর্ণজয়ন্তী পালন করছে। একই সঙ্গে ভারত পালন করছে ‘স্বর্ণিম বিজয় জয়ন্তী’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর