শিরোনাম
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাদকদ্রব্য কর্মকর্তার নেতৃত্বে সোনা ছিনতাইয়ে চালকের স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালি থানার চাঞ্চল্যকর ৯০ ভরি সোনা ছিনতাই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাড়িচালক ইব্রাহিম শিকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রুবেল মল্লিক আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এছাড়া মামলায় অন্য দুই আসামি এমদাদুল ও আলমগীরকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে এ মামলায় মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেন, সোর্স হারুন ও সিপাহি আমিনুলকে রিমান্ডে পাঠায় আদালত। এছাড়া সোমবার আসামি জীবন পাল ও রতন কুমার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ৯০ ভরি সোনা ছিনিয়ে  নেওয়ার অভিযোগে গত ১২ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনের এক ব্যবসায়ী রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ৭ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি বাদীকে তুলে নিয়ে ৯০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ ঘটনায় মামলা করা হলে কোতোয়ালি থানা পুলিশ প্রথমে ভুক্তভোগী ওই ব্যক্তির দুই কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাকিব হোসেন, সিপাহি আমিনুল ও সোর্স হারুনের সম্পৃক্ততার কথা জানান।

সর্বশেষ খবর